Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ব্রাউজারের মুছে যাওয়া ট্যাব আবার ফিরিয়ে আনুন


বন্ধুরা কেমন আছেন আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভাল আছেন। অনেক দিন পর একটি ছোট টিউটরিয়াল
লিখতেছি ।অনেক কিছু লিখতে ইচ্ছে করে কিন্তু কাজের চাপে লিখতে পারিনা। জানি না আপনাদের উপকারে আসবে কিনা তার পর ও লিখলাম।
আমরা অনেক কেই মজিলা ফায়ার ফক্স ভ্রাউজার ব্যবহার করি এবং কাজে প্রয়োজনে অনেক গুলো ট্যাব খুলতে হয় কিন্তু ট্যাব ডিলেট / কেটে ফেলার সময় দেখা যায় হঠাৎ ট্যাবটি কেটে / মুছে ফেলেছে যা আমাদের কাছে অত্যন্ত বিরক্তি কর এবং সময় ব্যয় করে কারণ আমদের নেটের যা স্পীড একই পেইজ আবার আনতে অকেক সময় লাগে।
তবে চিন্তার কোন কারণ নেই আপনি যদি ভুল ক্রমে প্রয়োজনীয় কোন ট্যাব ডিলেট করে দেন তাহলে সেটি আবার ফেরত পাবেন।
তার জন্য আপনাকে Ctrl + Shift + T এক সাথে চাপতে হবে। দেখবেন হারানো পেইজ আবার চলে এসেছে।
বিঃদ্রঃ আপনি দু-তিনটি ট্যাব খুলুন এবং ডিলেট / কেটে দিন এবং Ctrl+Shift+T এক বার এক বার করে চাপতে থাকুন এবং ম্যাজিক দেখুন।
পোষ্ট যদি আপনার কাজে আসে দয়া করে কমেণ্টের মাধ্যমে জানাবেন। কষ্ট কিছুটা হলে ও সার্থক হবে।
সৌজন্যঃ ব্লগার নিশাত