Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ডিলিট হওয়া ফেসবুক ম্যাসেজ , ফটো , ভিডিও ,ইত্যাদি ফিরিয়ে আনবেন যেভাবে !!

আসসালামু অলাইকুম , আজকে আমি আপনাদের সাথে খুব কাজের একটি টিপস শেয়ার করবো আজকের টিপস শুধু মাত্র নতুন দের জন্য কারন যারা অভিজ্ঞ তারা হয়তো টিপসটি জানতে পারেন । যাই হোক আমি হেডলাইনে বলেছি কিভাবে আপনি আপনার ডিলিট হওয়া ফেসবুক ম্যাসেজ , ফটো , ভিডিও ইত্যাদি ফিরিয়ে আনবেন মানে রিকভারি করবেন ! হা আজকে আমি আপনাদের সেটাই দেখাবো । আমারা অনেক সময় ভুল করে হোক বা রাগের মাথাই যেকোনো কারনে ফেসবুক এর অনেক কিছু ডিলিট করে ফেলি কিন্তু সমস্যা হয় যখুন যেগুল আবার দরকার হয় , চিন্তা নেই আজকের এই টিপস অনুযায়ী আমি সেটা করতে পারবেন মানে ডিলিট ফাইল ফিরিয়ে আনতে পারবেন । নিচের ছোট্ট কিছু স্টেপ দেখুন

নিচের স্টেপ গুলো ভালো করে লক্ষ করুন !
  • প্রথমে আপনি এখানে ক্লিক করুন ।
  • এবার একটি নতুন পাজ আসবে ।
  • এবার সেখান থেকে Download a copy of your Facebook data. ক্লিক করুন ।
  • এবার Start My Archive এ ক্লিক করুন ।
  • এবার আপনার ফেসবুক পাসওয়ার্ড লিকে এন্টার করুন ।   [বি.দ্রঃ এই রকম টিউন পূর্বে প্রকাশিত হলে ক্ষমা করবেন।]
  • এবার কিছু ক্ষণ অপেক্ষা করে আপনার মেল চেক করুন যেটা দিয়ে ফেসবুক করেছেন ।
  • ব্যাস একটা ফেসবুক মেল পাবেন সেটা কে ডাউনলোড করে নিন ।
নিচের চিত্রে দেখুন !
তাহলে আজকের মতো এই পর্যন্ত আশাকরি পোস্টটি থেকে কিছুটা হলেও আপনাদের কাজে আসবে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে তাদের কেউ দেখার সুযোগ করে দিন । কোন সমস্যা হলে বা আমার কোন ভুল হলে নিচে কমেন্ট করে যানাতে পারেন ।
আবার দেখা হবে নতুন কিছু নিয়ে । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু অলাকুম ।
সৌজন্যঃ ব্লগার নিশাত