Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

একই সাথে IDM দিয়ে downloading ও browsing করুন কোন সমস্যা ছাড়াই

browsing-and-downloading-by-idm-04
আমরা সবাই প্রায় ডাউনলোডের জন্য IDM ব্যবহার করি এবং এর ব্যবহারবিধি প্রায় সবার জানা। তারপরেও নতুনদের জন্য একটি tips শেয়ার করছি। আশা করছি ভাল লাগবে। আমরা সাধারণত idm দিয়ে ডাউনলোড করি এর বেশি স্পিড এর জন্য। সাধারনত ব্রাউজার এর সাথে যে ডাউনলোডার থাকে তা আমাদের মেইন স্পীড এর চেয়ে অনেক কম স্পীডে ডাউনলোড করে। অনেক সময় এত কম স্পীডে ডাউনলোড করে যে, এটি বিরক্তিকর হয়ে দাড়ায়। তাই সাধারনত আমরা অন্য ডাউনলোডার ব্যবহার করি। কিন্তু আইডিএম দিয়ে ডাউনলোড করলে একটি সমস্যা খুবই কমন আর তা
হল idm দিয়ে ডাউনলোডের সময় smoothly browsing করা যায় না, আর প্রতিটা পেজ অনেক সময় নিয়ে লোড হয়। এই সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে একটি টিপস দিব। তবে হ্যা আর এ জন্য আপনার IDM এ স্পীড লিমিটার অপশন থাকতে হবে। IDM 6.12 Beta ভার্সন ও এর পরের ভার্সন এ এই অপশনটি আছে। অন্য নিচের ভার্সনেও থাকতে পারে, কিন্তু আমি আপনাদের সেটা সঠিক জানাতে পারছি। কারোর যদি speed limiter option না থাকে তাহলে তারা 6.12 বা এর পরের version ডাউনলোড করে নিন – গুগল মামা আছে না। আর কারোর ডাউনলোড করতে সমস্যা হলে আমাকে কমেন্টএর মাধ্যমে জানাতে পারেন সেক্ষেত্রে আমি ডাউনলোডের লিংকটি দিয়ে দিব। আসুন তাহলে কিভাবে Browsing ও download একসাথে করবো তা ধাপে ধাপে দেখে নিই। প্রথমে আপনার কাঙ্খিত ডাউনলোডটি শুরু করুন। তারপর নিচের মত অপশন পাবেন, speed limiter এ ক্লিক করুন।

তারপর নিচের ছবিতে লক্ষ করুন। দেখুন আমার orginal download speed দেখা যাচ্ছে এবং এটা 128KBps.

নিচের ছবি অনুযায়ী use speed limiter এ টিক দিন, তারপর Maximun Download speed এর ঘরে একটা Value দিন আমি এখানে 100 দিয়েছি আর বাকি 28KBps browsing এর জন্য রেখেছি।

উপরের ছবিতে লক্ষ করুন আমার ডাউনলোড Limited ১০০কেবিপিএস হয়ে গিয়েছে। এই অবস্থায় আপনি smoothly ব্রাউজ করতে পারবেন। অনুরূপে কারোর যদি বাংলালায়ন অথবা কিউবি এর ৫১২ প্যাকেজ নেয়া থাকে সেক্ষেত্রে আপনারা speed limiter এর ঘরে 48KBps দিতে পারেন আর বাকি 16KBps browsing এর জন্য রাখতে পারেন। এভাবে আপনারা খুব সহজেই ডাউনলোডের সময়ও easily ব্রাউজিং করতে পারেন।
আজকের মত শেষ করছি।
সৌজন্যঃ ব্লগার নিশাত