Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

আইডিএম (IDM) এর সয়ংক্রিয় ডাউনলোড সমস্যার স্থায়ী সমাধান

সর্বোচ্চ স্পিডে ডাউনলোডের জন্য আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার একটি জনপ্রিয় ডাউনলোডার। আরো অনেক ডাউনলোড ম্যানেজার আছে, তবে তাদের মধ্যে আইডিএম ভাল। তবে অনেক সময় বিভিন্ন সাইটে ঢুকলেই দেখা যায় আইডিএম ইনস্টল থাকলে সয়ংক্রিয় উল্টা-পাল্টা জিনিস ডাউনলোড করতে চায়। যত বার ঐ সব সাইটে প্রবেশ করা হয় প্রত্যেক বার ডাউনলোড উইন্ডো চলে আসে। এটি সমস্যাটি খুব সহজেই সমাধান করা যায়। এর জন্য প্রথমে নোটিফিকেশন বার থেকে আইডিএম এর আইকনে ডাবল ক্লিক করে আইডিএম ওপেন করুন। এবার Downloads মেনু থেকে Options এ ক্লিক করুন।

এবার যে উইন্ডো আসবে সেখান থেকে File types ট্যাব এ ক্লিক করুন। এবার Don’t start downloading automatically from the following sited: বক্সে একটা স্পেস দিয়ে *. দিয়ে যে সাইটে সয়ংক্রিয় ডাউনলোড শুরু হয় সে সাইটের নাম লিখুন। যেমন *.techtunes.com.bd । তার পর OK দিয়ে বের হয়ে আসুন।
অন্য কোন সাইটও সমস্যা করলে তা উপরের নিয়মে যোগ করলেই আর সমস্যা করবে না। ভাল লাগলে কমেন্ট করবেন।সৌজন্যঃ ব্লগার নিশাত