দিন যত যাচ্ছে তত নোকিয়া আরো উন্নত লেটেস্ট লেটেস্ট মডেলের সেট বের করছে। দুঃখের বিষয়, নতুন নতুন মডেলগুলি Jaf এ পাওয়া যাচ্ছে না। তাই অনেকেই তাদের নতুন ফোনগুলিকে Jaf দিয়ে ফ্লাস করতে পারছেন না।
কিভাবে Jaf এ আপনার ফোনের মডেল যুক্ত করবেন?
১। প্রথমে এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন।২। ডাউনলোডকৃত জিপ ফোল্ডারটি রাইট বাট ক্লিক করে Extract করুন।
৩। jaf_nok4models.ini ফাইলটিতে ডাবলক্লিক করে ওপেন করুন অথবা রাইট বাটন ক্লিক করে Open With > Notepad এ ক্লিক করুন।
৪। এরপর ফাইলটির সবচেয়ে নিচে ” [RM-আপনার ফোনের RM] ” এবং তারনিচে ” Description=আপনার ফোনের মডেল নাম ” লিখুন। উদাহরণ হিসেবে আপনার ফোন যদি Nokia C5-03 হয় তাহলে
[RM-697]
Description=Nokia C5-03
এভাবে লিখতে হবে।
৫। মডেল লেখা হয়ে গেলে ফাইলটি Ctrl+S দিয়ে Save করে নিন।
৬। এরপর ফাইলটিকে কপি করে C:\Program Files\ODEON\JAF এ গিয়ে পেষ্ট করুন।
৭। এখন Jaf ওপেন করে দেখুন আপনার মডেল হাজির। এবার ইচ্ছামত ফোন ফ্লাস করুন
ভাল থাকবেন
হ্যাপি ফ্লাসিং !
সৌজন্যঃ ব্লগার নিশাত