আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং যে মোবাইল টি ফ্লাশ করবেন ঐ মোবাইল এর USB কেবল । আপ্ননার পিসি তে যদি pc suite/ovi suite থাকে তাহলে remove/uninstall করে দেন । কারন এই সফটওয়্যার টি pc suite/ovi suite থাকলে ঠিক মন কাজ করে না ।
সতর্কবার্তা
====
* কাজ চলাকালে কেব্ল টান দিবেন না, এতে ফোন টি মারাত্তক ক্ষতিগ্রস্ত হবে ।
* কাজ চলাকালে পিসি যেন অফ না হয় সেদিকে খেয়াল রাখুন, ল্যাপটপ এ কাজ করলে সুবিধা হবে ।
* Firmware যেন করাপ্টেড না হয়, তাহলে ফোন চালু হবেনা ।
* অধৈর্য হবেননা, কাজটি করতে সময় লাগবে, 2০-৩০ মিনিট লাগতে পারে ।
* সব নিজ দায়িত্বে করবেন । কারো কোনো ক্ষতি হলে আমি নই ।
১)JAF v1.98 ও JAF PKEY Emulator v3 20.22MB ডাউনলোড করুন
{N:B: অনুগ্রহ করে ৩ সেকেন্ড অপেক্ষা করুণ এবং Skip ad এ ক্লিক করুণ।}
২)navifirm – 71KB ডাউনলোড করুন ৩)ডাউনলোড করে প্রথমে ফাইল টি আপনার হার্ডডিস্ক এ সেইভ করে রাখুন ।
৪) c: ড্রাইভ এর program file>commonfile>nokia নামে একটি ফোল্ডার করুন। Nokia টি ওপেন করে এর ভিতর আরেকটি ফোল্ডার করুন DataPackageনামে । DataPackage এর ভিতর Products নামে আরেকটি ফোল্ডার করুন ।
৫)আপনার মোবাইল এর ব্যাটারি খুলে পিছনে RM-... দিয়ে কিছু নাম্বার থাকে । যেমন ৫১৩০ মডেলে থাকে RM-495 । আপনার মোবাইল এর RM এর নাম্বার দিয়ে একটি ফোল্ডার করুন products ফোল্ডার এর ভিতর ।আপনার RM যদি RM-495 হয় তাহলে RM-495 এই নামে ফোল্ডার টি করুন ।
৬)এখন navifirm সফটওয়্যার টি রান করান । ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে ।
৭) কিছুক্ষণ অপেক্ষা করুন । Products কলামে মোবাইলের মডেল আসবে । আপনার ফোন মডেল সিলেক্ট করুন । কিছুক্ষণ পর পাশে Releases কলামে ভার্সন লিস্ট আসবে, কাঙ্খিতটি সিলেক্ট করুন । কিছুক্ষণ পর পাশে
Variants লিস্ট আসবে, এগুলো বিভিন্ন দেশ, এলাকা ও ভাষা-র Firmware প্রদর্শন করে । যেমন আমার নোকিয়া ৫১৩০ এক্সপ্রেস মিউজিকটি বাংলায়, ও লাল
মডেলের । আমি তাই BENGA-RED সিলেক্ট করেছি । তারপর পাশে Firmware Files এর লিস্ট আসবে । All এ ক্লিক করে ডাউনলোড দিন এবং C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-495 দেখিয়ে ওকে ক্লিক করুন । এগুলো হল
ফোনের জন্য প্রয়োজনীয় File. ডাউনলোড হয়ে গেলে ফাইল গুলো C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-495
ফোল্ডার এ রাখুন ।
৮)এন৭২ এর কোড RM-180, এর
ফাইল C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-180 এ রাখতে হবে। কাজ না করলে C:\Program
Files\Nokia\Phoenix\Products ফোল্ডার এ ফাইল গুলো রাখুন । navifirm থেকে সহজেই আপনার ফোনের কোড বুঝতে পারবেন ।
উপরের টুকু কঠিন লাগলে http://blue-nokia.com/i_flashbb5.html এ যেয়ে মডেল দেখে Firmware ডাউনলোড করতে পারেন । এখানে
Firmware Executable আকারে থাকে, তাই ইন্সটল করা সুবিধা হবে ।
আমাদের firmware download করা শেষ ।
৯)১ম যে সফটওয়্যার গুলো ডাউনলোড করেছেন তা ইন্সটল করুন । ১ম JAF PKEY Emulator সফটওয়্যার টি রান/ওপেন করান । আপনার অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার থাকলে তা কিছুসময়ের জন্য অফ করে দেন ।
১০)চালু করার পর ডান পাশে go লিখাতে ক্লিক করুন । একটি error মেসেজ আসতে পারে ,ok তে ক্লিক করুন । তাহলে JAF বক্স টি চালু হবে ।
১১) আপনার নকিয়া মোবাইল টি পাওয়ার অফ করে USB Cable দিয়ে কানেক্ট করান । মোবাইল বন্ধ রাখতে হবে না হলে ফ্লাশ হবে না ।
১২)J.A.F. by ODEON নাম এ উইন্ডো আসবে ।
১৩)BB5 Tab এ ক্লিক করুন । এখানে অনেক গুলো অপশন রয়েছে । প্রথমে Manual Flash এ টিক দিন । তারপর Use INI তে টিক দিন । তখন
ছোট্ট একটা উইন্ডো তে নকিয়ার মডেলের লিস্ট আসবে । সেখান থেকে আপনার টা সিলেক্ট করুন ।
১৪)দেখবেন MCU, PPM আর CNT এর আইকন তা সবুজ হয়ে
গেছে । Dropdown menu থেকে আপনার প্রয়জনীয় ভাষা ও মডেল সিলেক্ট করুন । ফোন Dead হলে Dead USB তে টিক দিন । Normal Mode আর
Factory Set এ টিক দিলে ইন্সটল শেষে ফোন Factory reset হবে ও Normal mode এ চালু হবে । আগের ভার্সন ইন্সটল করতে চাইলে
Downgrade এ টিক দিন । তবে Downgrade করার সময় সাবধান থাকবেন, Firmware ভাল না হলে ফোন dead হয়ে যাবে ।
১৫) আল্লাহর নাম নিয়ে Flash বাটন এ ক্লিক করুন । সবকিছু থিক থাকলে ফোন ফ্ল্যাশ হওয়া শুরু হবে । বক্সে এরকম টেক্সট আসবে যা দেখে Progress বুঝতে
পারবেন ।
JAF version 1.98.62
Detected PKEY: 9000A653
Card life counter: 99.99%
P-key nokia module version 01.02
USB Cable Driver version: 7.1.17.0
Changing mode…Done!
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-36\
Scanning ini files…
Searching for default location of ini…
Checking path: \Products\RM-36\
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-36\
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-36\rm36_5.050407_b5.c0r
PPM Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-36\RM36_5.050407_B5.v30
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Init usb communication…
………………..
Phone is in flash mode…
CMT blocks: 300, APE blocks: 1022
Erasing cmt…
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-36\rm36_5.050407_b5.c0r…
Erasing cmt zone 00000000 – 00509139 … Erase result: 0000
Erasing cmt zone 006A0000 – 006BFFFF … Erase result: 0000
Erasing cmt zone 006DF000 – 006EFFFF … Erase result: 0000
Erasing cmt zone 00700000 – 007EFFFF … Erase result: 0000
………………..
Rebooting…
Finishing APE session…
Finishing CMT session…
Restarting CMT…
Restarting APE…
Pooling phone…
MCUSW: V 04wk47_m_v14
09-02-06
RM-36
(c) Nokia.
APESW: (null)
VariantSW: V 5.04.07-Arabic
15-02-06
RM-36
(c)NOKIA
Prodcode: 0521808
Setting test mode…
Setting FULL FACTORY…
Operation took 16 minutes 1 seconds…
Done!
Done!
১৬) Done দেখে বুঝবেন যে সব complete. এখন ফোনটি USB থেকে খুলুন, আর অন করে দেখুন কত সহজেই ফোন ফ্ল্যাশ, লক খোলা যায় ।
আশা করি সবার কাছে ভাল লাগবে । ধন্যবাদ জানাতে ভুলবেন না ।সৌজন্যঃ ব্লগার নিশাত