১০০% Original Firmware দিয়ে NOKIA মোবাইল Flash করুন!!!
আসসালামু আলাইকুম।টিউনারপেজে আমার প্রথম পোষ্টে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাব কিভাবে Original Firmware দিয়ে NOKIA মোবাইল Flash করতে হয়।
এ পদ্ধতিটা কিছুটা সময়সাপেক্ষ,কিন্তু এর মাধ্যমে আপনি ১০০% Original Firmware দিয়ে মোবাইল Flash করতে পারবেন।
প্রথমে NOKIA SUITE ডাউনলোড করুন এই Link থেকে।
এরপর তা Install করুন এবং আপনার মোবাইলটি এতে Connect করুন(Memory Card খুলে নিন,সিম খুলবেন না)।
এরপর Update Option এ যান।সেখানে দেখুন আপনার মোবাইল এর কোন Update বের হয়েছে কিনা। বের হলে তা Full Install করুন,আর না বের হলে মোবাইল এর Software টি reinstall করুন।(এটা মোবাইল এর কোন প্রকার উন্নতি/অবনতি করবে না)
এবার Tools>Folder Option এ যান।সেখানে View তে গিয়ে Show Hidden Files and Folders অপশনটি Activate করুন
এরপর নিম্নোক্ত Folder এ যান:
C:\Documents and Settings\All Users\Application Data\Nokia\Nokia Suite\NOSSU2\variants\Products
এখান থেকে “rm-xxx” Folder টি অন্য জায়গায় কপি করুন “RM-xxx” নামে(xxx মানে RM এর নম্বর)।এটাই আপনার মোবাইলের Firmware File.এরপর NOKIA SUITE Uninstall করুন।(Pc Connectivity Solution Uninstall করবেন না)
এবার মোবাইল Flash দেবার পালা।প্রথমে Phoenix Service Software টি ডাউনলোড করে নিন।
Software টি Install করে C:\Documents and Settings\All Users\Application Data\Nokia এই Folderএ যান।সেখানে Packages নামে একটি Folder তৈরি করুন।এতে RM-xxx Folder টি পেস্ট করুন।
এরপর C:\Program Files\Nokia\Phoenix\Products এই Folder এ যান।সেখানেও RM-xxx Folder টি পেস্ট করুন।
এবার Phoenix Open করুন।আপনার মোবাইলটি OFF করে PC তে মোবাইল এর সাথে দেওয়া Original Data Cable দিয়ে Connect করুন(মোবাইলের সিম ও Memory Card খুলে নিন)
এবং নিম্নোক্ত পদ্ধতিসমূহ অনুসরন করুন।
১.প্রথমে File>Open Product এ যান
সেখান থেকে আপনার মোবাইল এর RM সিলেক্ট করুন।(RM না জানলে মোবাইল এ *#0000# প্রেস করুন)
২.এবার Tools>Options>Product Location এ যান ও নিম্নোক্ত ছবির মত Product Location ঠিক করুন ও Apply দিন।
এবার Flashing>Firmware Update এ যান।
সেখানে Product Code ব্রাউজ করুন।আপনি আগের কাজগুলো ঠিকমত করে থাকলে নিচের ছবির মতো Firmware Version দেখতে পাবেন।
এরপর Ok প্রেস করুন।এবার নিচের ছবির মতো Dead Phone USB Flashing এ টিক দিন ও Refurbish a ক্লিক করুন।তখন একটি Pop-Up আসবে ও তাতে মোবাইলের Power Button প্রেস করতে বলবে। তখন Power Button প্রেস করুন ও PC’র Notification Area তে Found New Hardware লেখা উঠলে Power Button ছেড়ে দিয়ে Pop-Up এর Ok তে প্রেস করুন।
এবার মোবাইল Flashing শুরু হবে।১৫-২০ মিনিটের মধ্যে Flash শেষ হয়ে মোবাইল On হবে।
Phoenix Service Software Download link:
version 2011.password:guarforum
version 2012(not tested by me)
ধন্যবাদ।
(বি:দ্র: নিজ দায়িত্বে করবেন।কোন ক্ষতির জন্য আমি দায়ী নই!)
সৌজন্যঃ ব্লগার নিশাত