বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত টপিকগুলোর একটি হলো ফ্রিল্যান্সিং।
ফ্রীল্যান্সিং করে অনেকে বেশ ভাল অবস্থানে আছেন, আবার অনেকে শুধু স্বপ্নই
দেখে যাচ্ছেন। অনেকেই বিভিন্ন ফ্রীল্যান্সিং সাইটে রেজিস্ট্রেশন করেছেন কাজ
পাওয়ার আসায়, কিন্তু পাচ্ছেন না। আর তাদের জন্যই কিছু টিপস নিয়ে আজকের পোস্ট।
- এমন প্রোজেক্ট নিরবাচন করুন যেটি আপনি সহজেই করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ে ডেলিবার করতে পারবেন।
- প্রোজেক্ট এ দেয়া নাম অনুযায়ী এমপ্লয়ারকে সম্বধন করুন।
- শুধু মাত্র “ I can do It” এটুকু লিখবেন না, যতটুকু সম্ভব বিস্তারিত লেখার চেষ্টা করুন।
- Bid দেওয়ার আগে গভীরভাবে চিন্তা করুন, কারন কিছু কাজ আছে পার্সোনাল বিজনেস সম্পর্কিত নয়।ঐ সব কাজে এমপ্লয়ার এর তেমন খেয়াল রাখে না এবং পেমেন্ট দিতে অবহেলা করে। সুতরাং কাজের ধরণ সম্পর্কে সচেতন থাকুন।
- সকল ধরনের প্রোজেক্ট এর জন্য একই রকমের মেজেস লেখা থেকে বিরত থাকুন।
- গভীর একাগ্রতা দিয়ে কাজের বিবরণ পড়ুন।
- কাজের বর্ণনা পড়ে আপনি কি বুজলেন, সেটা লিখুন।
- আপনার চিঠিতে প্রয়োজনীয় প্রতিটি লাইন আলোচনা করতে চেষ্টা করুন।
- অতি বেশি বা খুব কম দামে BID না করে, আপনার মান অনুযায়ী করুন ।
- আপনার মেসেজ এ আপনার আত্মবিশ্বাস ফুতিয়ে তুলুন ।
- আপনার পোর্টফোলিও রেফারেন্স দিন।
- আপনার বার্তায় নমুনা কাজ দেখান।
- পরিক্ষা মূলক কাজের জন্য প্রস্তুত থাকুন।
- সব পদক্ষেপ এ আপনার পেশাদারি ভাব ফুটিয়ে তুলুন।
- যোগাযোগ এর ভাল টাইমিং রাখার চেষ্টা করুন।
- দৈনিক ফ্রীলান্সার সাইট লগ ইন করুন এবং দেখুন নিয়োগকর্তারা থেকে নতুন প্রশ্ন আসছে কিনা?।
- আপনার যোগাযোগ প্রক্রিয়া সম্পর্কে সিরিয়াস থাকুন।
- বেশি Bid না করে একটি bid এর উপর জোর দিন।
- সব সময় সৎ থকার চেষ্টা করুন।
- এমন ভাবে bid করুন যেমন আপনি এমপ্লয়ার হলে আশা করতেন।
- অতি লম্বা মেসেজ লিখবেন না, কারন আপনার এমপ্লয়ার বিরক্ত হতে পারে।
- পূর্ণ উদ্দমে প্রত্যেক bid করবেন।
- আপনার মেসেজ এ ভদ্রতা বজায় রাখুন।
- নতুন কাজের জন্য আপনার প্রোফাইল নিয়মিত সংশোধন এবং হালনাগাদ করে রাখুন।
- ক্লায়েন্ট থেকে কাজ পেতে কোন সহানুভূতি চাইবেন না।
- ক্রেতা থেকে কোন বার্তা পেয়ে বিরক্ত হবেন না।
- সব শেষে মনে রাখবেন “slow but steady still wins the race”