এরকম হাজারো কারনের জন্য ফোনটা আনরুট করতে চাচ্ছেন…
!!! এখনই আনরুট করে ফেলুন।
তবে এই পদ্ধতি SuperSU ইনস্টল যে থাকা ফোনের জন্য
১ স্টেপঃ SuperSU অ্যাপ ওপেন করেন।২ স্টেপঃ SuperSU সেটিং এ ট্যাপ করেন।
৩ স্টেপঃ Full unroot অপশনে টাচ করুন।
৪ স্টেপঃ আপনিকি সত্যিই আনরুট করবেন? কনফার্ম করতে Continue টাচ করুন।
৫ স্টেপঃ ফোন অফ করে অন করলেই ফোন আনরুন তাই ফোন রিবুট দিন।
[*] অন্যান্য আনরুট মেথডঃ কিংরুট মেথড || আনরুট মেথড [*] আনরুট করলে সবকিছুই আগের মত থাকবে। শুধু রুট পারমিশন পাবেন না। [*] ওয়ারেন্টি ফিরে পাবেন। যদি কাস্টম রম ও কাস্টম রিকভারি ইনস্টল না দেয়া থাকে।