Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

আনরুট করুন SuperSU ইনস্টল অ্যান্ড্রয়েড ডিভাইস

আপনার রুটেড ফোন ওয়ারেন্টিতে দিবেন? রুট করলে ওয়ারেন্টি পাওয়া যায়না। কিন্তু ফোন আনরুট করে ফেললে বাংলাদেশের মোবাইল কম্পানিগুলো ধরতে পারেনা। অথবা ফোনটা আপনার ছোট ভাইকে দিয়ে দিবেন, সেতো রুটেড ফোন না বুঝে যেকোন কিছু করে ফেলতে পারে।
এরকম হাজারো কারনের জন্য ফোনটা আনরুট করতে চাচ্ছেন…
!!! এখনই আনরুট করে ফেলুন।
তবে এই পদ্ধতি SuperSU ইনস্টল যে থাকা ফোনের জন্য
১ স্টেপঃ SuperSU অ্যাপ ওপেন করেন।
২ স্টেপঃ SuperSU সেটিং এ ট্যাপ করেন।

৩ স্টেপঃ Full unroot অপশনে টাচ করুন।
৪ স্টেপঃ আপনিকি সত্যিই আনরুট করবেন? কনফার্ম করতে Continue টাচ করুন।
৫ স্টেপঃ ফোন অফ করে অন করলেই ফোন আনরুন :) তাই ফোন রিবুট দিন। 😀
[*] অন্যান্য আনরুট মেথডঃ কিংরুট মেথড || আনরুট মেথড [*] আনরুট করলে সবকিছুই আগের মত থাকবে। শুধু রুট পারমিশন পাবেন না। [*] ওয়ারেন্টি ফিরে পাবেন। যদি কাস্টম রম ও কাস্টম রিকভারি ইনস্টল না দেয়া থাকে।