Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

আপনার প্রতিদিনের ইন্টারনেট ব্যবহারে অবশ্যই দরকার এমন কয়েকটি Add-ons দেখে নিন। (মেগা টিউন)

হ্যালো, আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর আবার লিখতে বসলাম। লেখালেখি তেমন একটা ভাল পারি না, যা পারি তাও লিখতে ইচ্ছে করে না। মানে আমি সেই লেভেলের অলস! তবে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতে একটুও অলসতা আসে না! তবে সারাদিন থাকার পর ঘুমানোর আগে হিসেব করলে দেখা যায় কিছুই শিখা হয় নাই!! মানে ফলাফল শুন্য! 😛  যাই হোক কাহিনি না করে যে টপিক নিয়ে লিখতে যাচ্ছি তা শুরু করে দেই।
আগেই বলে নিচ্ছি এখানে যেসব Add-ons গুলো নিয়ে আলোচনা করব সেগুলো শুধুমাত্র আমি যেগুলো প্রতিদিন ইউস করি। তাই এর চেয়ে ভাল ভাল Add-ons এর নাম ও বাদ যেতে পারে স্বাভাবিক! এখন আমি সবগুলো (আমি যেগুলো ইউস করি) Add-ons এর নাম এবং সংক্ষিপ্ত করে ব্যবহার উল্লেখ করব।

তো চলুন শুরু করা যাক, আগে দেখে নিন লিস্ট যেসব Add-ons নিয়ে আলোচনা করবঃ

এবার আসুন সংক্ষিপ্ত বিবরণ ও কাজ দেখে নিইঃ

Adblock Plus Details By Amrita Das Bijoy
Adblock Plus Details By Amrita Das Bijoy
নামঃ Adblock Plus
কাজঃ এই Add-ons টি খুব কাজের, যা অতুলনীয়। এই ব্যবহার করলে আপনাকে বিরক্তিকর এড থেকে মুক্ত রাখব। এটি দিয়ে আপনি চাইলে ম্যানুয়ালি এড ও ব্লক করতে পারবেন। মানে গুগল এডসেন্স বা অন্য কোন জনপ্রিয় এডস ছাড়া বাংলা সাইটে কত গুলো এড দেখায় ওগুলো ইচ্ছা মত ব্লক করতে পারবেন।
ডাউনলোড লিঙ্কঃ মেইন ওয়েব সাইট, গুগল ক্রোম, ওপেরা, ফায়ারফক্স/ওয়াটারফক্স
WebRank SEO Toolbar By Amrita Das Bijoy
WebRank SEO Toolbar By Amrita Das Bijoy
নামঃ Web Rank Seo
কাজঃ যারা এসইও শিখতেছেন তাদের জন্য তো অবশ্যই গুরত্বপূর্ণ। আর যারা নিয়মিত বিভিন্ন সাইট ভিসিট করেন, সেই সাইটের কদর কতটুকু গুগলের কাছে তা জানার জন্য ইউস করতে পারেন। গুগল এর পেজ র‍্যাংক থাকা মানেই তো ঐ সাইটের গুরত্ব আছেই আছে।
ডাউনলোড লিঙ্কঃ মেইন ওয়েব সাইট, গুগল ক্রোম, ওপেরা, ফায়ারফক্স/ওয়াটারফক্স
Checker Plus For Gmail By Amrita Das Bijoy
Checker Plus For Gmail By Amrita Das Bijoy
নামঃ Checker Plus For Gmail
কাজঃ আমরা যারা প্রায় সময় অনলাইনে থাকি বা কাজ করি বা মেইল সব সময় চেক করা লাগে এবং তা সাথে সাথে উত্তর দেয়া লাগে, তাদের জন্য এই Add-ons টির জবাব নাই! মানে আপনাকে কেউ মেইল করলে তা ব্রাউজারে সাথে সাথে নটিফিকেশন দিবে।
ডাউনলোড লিঙ্কঃ মেইন ওয়েব সাইট, গুগল ক্রোম, ওপেরা, ফায়ারফক্স/ওয়াটারফক্স
deluminate addons Details By Amrita Das Bijoy
deluminate addons Details By Amrita Das Bijoy
নামঃ Diluminate
কাজঃ এটিও একটি গুরত্বপূর্ণ Add-ons তাদের জন্য যারা কম্পিউটারের সামনে সারাক্ষণ বসে থাকেন। মানে এটি দিয়ে আপনি আপনার ব্রাউজারের আলো কমিয়ে রাখতে পারবেন! Shift+F11 চাপলেই এনাবেল হয়ে যাবে। ডিসাবেল করতে ও সেইম।
ডাউনলোড লিঙ্কঃ মেইন ওয়েব সাইট, গুগল ক্রোম, ওপেরা, ফায়ারফক্স/ওয়াটারফক্স
নামঃ Multi Login
কাজঃ এই Add-ons টি অনেক কাজের। আমার প্রায় সময় কাজ লাগে। মাঝে মাঝে আমাদের অনেক ফেইসবুক, জিমেইল একাউন্ট অথবা অন্য কোন সাইটে লগিন করার প্রয়োজন পড়ে। তখন কি আমরা তো আর এত গুলো ব্রাউজার ইনস্টল করে কাজ করতে পারব না। তখন এই বেটা আমাদের হেল্প করবে, মানে আপনি একই ব্রাউজারে একই সময়ে যত ইচ্ছা তত একাউন্টে লগিন করতে পারবেন।
ডাউনলোড লিঙ্কঃ মেইন ওয়েব সাইট, গুগল ক্রোম, ওপেরা, ফায়ারফক্স/ওয়াটারফক্স
Find That Lead Details By Amrita Das Bijoy
Find That Lead Details By Amrita Das Bijoy
নামঃ FTL
কাজঃ এটা অবশ্য সবার জন্য না। যারা Linkedin লিড জেনারেশন এর জন্য কাজ করেন তাদের জন্য উপকারে আসে মাঝে মাঝে। মানে ইমেল আইডি বের করতে সাহায্য করে। আপনার দরকার না হলে স্কীপ করতে পারেন এট।
ডাউনলোড লিঙ্কঃ মেইন ওয়েব সাইট, গুগল ক্রোম, ওপেরা, ফায়ারফক্স/ওয়াটারফক্স
নামঃ Buffer
কাজঃ আমরা অনেকে ফেইসবুক, টুইটার, লিঙ্কডিন, ইন্সটাগ্রাম ইত্যাদি ব্যবহার করি তাদের জন্য একসাথে সব জায়গায় কোন কিছু টিউন করতে সাহায্য করে। এর চেয়ে আরেকটা ভাল সাইট আছে সেটা হল Hootsuite। আপনারা চাইলে সেটা ও ইউস করতে পারেন। তবে এটা আমার থেকে ভাল লাগে আর কি! এটি দিয়ে আপনি যেকোন সাইট থেকে কোন কিছু শেয়ার করতে চাইলে অথবা নির্দিষ্ট সময়ে কোন কিছু টিউন করতে চাইলে তাও পারবেন। মানে শিডুউল করে দিবেন আর আপনি ঘুমায় থাকবেন সময় মত জায়গা বরাবর পৌছানোর কাজ Buffer এর!  :-)
ডাউনলোড লিঙ্কঃ মেইন ওয়েব সাইট, গুগল ক্রোম, ওপেরা, ফায়ারফক্স/ওয়াটারফক্স
Evernote Details By Amrita Das Bijoy
Evernote Details By Amrita Das Bijoy
নামঃ Evernote Web Clipper
কাজঃ এই Add-ons টি আমি আগে ব্যবহার করতাম না। কিছুদিন HowIwork.org তে কোন ভাইয়ের একটা ইন্টারভিউ পড়ছিলাম, তারপর ওদের অফিসিয়াল সাইটে গিয়ে দেখলাম আসলে অনেক মজার এবং কাজের। কোন কিছু নোট করে রাখতে এবং Add-ons এর মাধ্যমে কোন ওয়বে সাইটে গুরত্বপূর্ন কোন আর্টিকেল অথবা টিপস পরবর্তীতে পড়ার জন্য রেখে দিতে এটি খুব কাজের। আরও অনেক সুবিধা রয়েছে যা ব্যবহার করলেই বুজতে পারবেন। আমি শুধু একটু ধারণা দিচ্ছি!
ডাউনলোড লিঙ্কঃ মেইন ওয়েব সাইট, গুগল ক্রোম, ওপেরা, ফায়ারফক্স/ওয়াটারফক্স, Android, Widows pc, Mac, Widows Store
নামঃ Grammarly
কাজঃ এটি কয়েকদিন আগে কে যেন ফেইসবুকে টিউন করছিল যে গ্রামার ঠিক রাখার জন্য কে কি ইউস করেন। সেখানে একজনের টিউমেন্ট থেকে পায় এই Addons এর নাম! আর তার কাজ দেখে আমি পুরো মগ্ধ!! বুজতেই পারছেন, কিরকম কাজের হবে এই addons টি! আপনার গ্রামাটিক্যাল রুলস ঠিক করার কাজটা এর উপর ছেড়ে দিতে পারেন।
ডাউনলোড লিঙ্কঃ মেইন ওয়েব সাইট, গুগল ক্রোম, ওপেরা, ফায়ারফক্স/ওয়াটারফক্স
নামঃ Allow Copy
কাজঃ আসলে কথায় আছে মানুষ ঠেকায় পড়লে যেকোন কিছু করতে পারে বা শিখতে পারে। এটাও ঠিক সেই রকমই কয়েক দিন আগে একটা সাইট ব্রাউজ করছিলাম আর সেখান থেকে কিছু ডাটা কপি করে রাখার দরকার পরছিল!! মাগার সেই সাইটের ডেভেলপাররা কপি প্রটেক্টেড করে রাখছিল। তো আমাদের তো আবার মামা আছে!! সবার মামা, মানে গুগলে মামা! মামারে জিগাইল মামু কপি প্রটেক্টেড সাইট থেকে কপি করা দরকার এখন কিতা করাম মামা কইল আরে বেটা এইডা কোন ব্যাপার!! মানে প্রথম পেইজে একটা addons এর নাম দেখাল এলাউ কপি! ইনস্টল কইরা দেখি হাছাই কাজ করছে! মানে আপনি এখন কপি প্রটেক্টেড সাইট থেকে কপি করতে পারবেন। আরো অনেক সিস্টেমে কপি করা যায়। একটাই দেখালাম!
ডাউনলোড লিঙ্কঃ মেইন ওয়েব সাইট, গুগল ক্রোম, ওপেরা, ফায়ারফক্স/ওয়াটারফক্স
নামঃ Right Click To Copy
কাজঃ Allow copy টা মনে হয় ফায়ারফক্স এর জন্য নাই। এটা আছে সেই কাজ তাই আর বলছিনা। মানে Allow Copy=Right Click to copy. ছবি খুইজা পাই নাই চরি!! 😛
ডাউনলোড লিঙ্কঃ ফায়ারফক্স, গুগল ক্রোম 
Instant translate details By Amrita Das Bijoy
Instant translate details By Amrita Das Bijoy
নামঃ Instant Translate
কাজঃ আমি ইংলিশে তেমন একটা ভাল না! তাই মাঝে মধ্যে বিভিন্ন আর্টিকেল পড়তে গেলে বা উচ্চারণ করতে  দাঁত ভেংগে যায় বা অর্থ না বুঝলে এটি আমাকে অনেক কাজ করে দেয়! মানে এইটি ইউস করলে আপনি কোন কিছুর অর্থ, উচ্চারণ, সমার্থক শব্দ গুলো সাথে সাথেই জেনে নিতে পারবেন। অনেকে বলতে পারেন গুগল ট্রান্সলেট তো আছে এত কাহিনি করার দরকার কি! গুগল ট্রান্সলেট অবশ্যই সেরা তবে এটি আপনি যেকোন পেইজ থেকে শুধু ডাবল ক্লিক করেই সবকিছু জেনে নিতে পারবেন!
ডাউনলোড লিঙ্কঃ মেইন ওয়েব সাইট, গুগল ক্রোম, ওপেরা, ফায়ারফক্স/ওয়াটারফক্স
নামঃ Wappalyzer
কাজঃ এটি মুলত যারা ওয়েব ডেভলপারের কাজ করেন তাদের জন্য লাগতে পারে অথবা আপনাদের কারো মনে যদি কিউরিসিটি জাগে কোন সাইট কি দিয়ে বানানো হয়েছে তা জানার সহজ উপায় হল Wappalyzer! মানে কোন সাইট WordPress, Joomla, Custom Cms দিয়ে তৈরি  ইত্যাদি ভাল করে জানতে পারবেন।
ডাউনলোড লিঙ্কঃ মেইন ওয়েব সাইট, গুগল ক্রোম, ওপেরা, ফায়ারফক্স/ওয়াটারফক্স
নামঃ
কাজঃ
ডাউনলোড লিঙ্কঃ মেইন ওয়েব সাইট, গুগল ক্রোম, ওপেরা, ফায়ারফক্স/ওয়াটারফক্স
আপাতত এগুলোই ছাড়া আরো কয়েকটি এডঅন্স ইউস করতেছি। সেগুলো সবার লাগবে না সেজন্য আর দিলাম না। আপনারা কেউ যদি অন্য কোন এডঅন্স ব্যবহার করেন এবং আপনার যদি মনে হয় সেটি সবার জন্য প্রয়োজন তাহলে নাম ছোট করে ব্যবহার টা লিখে টিউমেন্ট করতে পারেন আমি টিউনে এড করে দিব আপনার নাম দিয়ে।
তো ঠিক আছে সবাই ভাল থাকবেন। আর আমি কোন কাজে মন বসাতে পারি না। মানে আমি কি যে করতে চাই তাই সিলেক্ট করতে পারছিনা!! আমার অনেক কিছুই ভাল লাগে যেমন ওয়েব ডিজাইনিং, ডেভেলপিং, প্রোগ্রামিং, থ্রিডি ডিজাইন, ভিডিও ইডিটিং ইত্যাদি মাগার কোনটা আমি প্রফেশনালভাবে পারি না!!! একটা করতে বসলে আরেক্টার কথা মনে পড়ে!! মনস্থির করার কোন ট্রিক্স থাকলেও টিউনমেন্ট করতে পারেন!! আবেগে অনেক কথা কই ফালাইছি কিছু মনে করিয়েননা। আর লেখাটি যদি ভাল লেগে থাকে তাহলে টিউমেন্ট ও প্রিয়তে রাখতে ভুলবেন না!! 😛
ও একটা কথা ভুলে গেছি। কিছু কিছু Add-ons সামান্য সেটিং করে নিতে হয় নিশ্চয় আপনারা জানেন। আমি এখানে দেখালাম না। ইনস্টল করলে বুজতে পারেবেন। আর সব গুলো একসাথে ইনস্টল করার দরকার নাই। কারণ এক সাথে ইনস্টল করলে কোন কি কাজ করতেছে বুঝবেন না হয়ত। আর আমি গুগল ক্রো ইউস করি তাই ফায়ারফক্স অথবা অন্য ব্রাউজারের লিংক দিতে পারি না সব গুলোতে! গুগল মামারে জিগাইয়া লইয়েন একটু! 😛