Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

[হট টিউন] জিপির নতুন মডেম এবং ৬জিবি ফ্রী ইন্টারনেট,১০ দিন নই পুরো ৩০ দিন ধরে টানা ৩ মাস ব্যাবহার করুন !!!

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জিপির নতুন অফার ইন্টারনেট মডেম নিয়ে একটা টিক্স জানাবো। আপনারা সবাই জানেন যে জিপি একটা নতুন অফার দিয়েছে, নতুন মডেম কিনলে ৩ মাস এর জন্য ২জিবি করে ৩ মাস এ ৬জিবি ডাটা ফ্রী দিচ্ছে। ডাটা পাওয়া যাবে ৩মাস এ ১০দিন মেয়াদ করে।কিন্তু আজ আপনাদের যে টিক্স টা জানাবো তার মধ্যমে ১০দিন মেয়াদ এর ২জিবি ইন্টারনেট ৩০ দিন ধরে ব্যাবহার করতে পারবেন ।
প্রথমেই আপনে যদি নাইট টাইম অফার অথবা অন্য কোন প্যাকেজ ব্যাবহার করে থাকেন তাহলে সেটা বন্ধ করে নিন। নাইট টাইম বন্ধ করা না থাকলে  এ রকম একটা মেসেজ পেতে পারেন ।

ইন্টারনেট ডিএকটিভেট করেতে *111*6*6# ডায়েল করুন ।
তারপর *500*0# ডায়েল করুন ।
এরপর OFFER লিখে 4777 এ সেন্ড করুন । নিচের মত একটা কনফার্মেশন মেসেজ পাবেন ।

এরপর আপনার ফ্রী ইন্টারনেট এর জন্য ২/৩ দিন ওয়েট করতে হতে পারে ।
ফ্রী ইন্টারনেট চেক করতে *567*1# ডায়েল করুন ।
পরবর্তী মাসের ইন্টারনেট এর মেয়াদ বাড়ানোর জন্য পুনরাই উপরের স্টেপ গুলো ফলো করুন । প্রথমেই ফ্রী ডাটা পাবার ২৮/২৯ দিনের মাথাই *111*6*6# ডায়াল করুন, এরপর *500*0#  ডায়াল করুন ।
যারা অলরেডি নতুন মডেম এর সাথে প্রথম মাস এর ফ্রী ডাটা পেয়ে গেছেন তাদের ও কাজ করবে আশা করি ।
অবশ্যই মনে রাখবেন নতুন মডেম এর সাথে যে সিম টা ব্যাবহার করবেন সেটা অন্য কোন মডেম এ ব্যাবহার করা যাবে না এবং সেই মডেম এ অন্য কোন সিম ব্যাবহার করা যাবে না। তাহলে  আপনি আর ফ্রী ডাটা পাবেন না।
সৌজন্যঃ ব্লগার নিশাত