অনেকদিন পর আজ আবার টিউন করতে
বসলাম। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের এমন একটা ট্রিক্স শেখাব যার
মাধ্যমে আপনারা একটি বিরক্তিকর বিষয় থেকে মুক্তি পেতে পারবেন। তাই কথা না
বাড়িয়ে কাজের কথায় আসি।
বর্তমান
সময়ে ফেসবুকে জিরো ফেসবুক ব্যবহারকারী খুবই বেশি। আমাদের দেশীয় অনেক
টেলিকম কোম্পানি জিরো ফেসবুক সুবিধা দিচ্ছে আর এর ফলশ্রুতিতেই এই ব্যাপক
ব্যবহার। এর কারণে একদল মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে। কারণ আমরা যারা
টেলিটক থ্রিজি, ব্রডব্যান্ড, বাংলালায়ন, কিউবি, ওলো প্রভৃতি জিরো ফেসবুক
আনসাপোর্টেড প্রোভাইডারের ইন্টারনেট সুবিধা ব্যবহার করি, জিরো ফেসবুক পেইজে
গেলে এক পিত্তি জ্বালানো একটা মেসেজ দেখি যে আমাদের প্রোভাইডার জিরো
ফেসবুক সাপোর্ট করে না। এটা একটা চরমমানের পরম বিভ্রাট। কথা না বাড়াই, এর থেকে উত্তরণের একটা উপায় রয়েছে। আমার
দেয়া উপায়টা কেবল ক্রোমিয়াম ভিত্তিক ব্রাউজার যেমন- গুগল ক্রোম, কমোডো
ড্রাগন, ক্রোমিয়াম ব্রাউজার প্রভৃতিতে কাজ করে। ধাপ বাই ধাপ সহজভাবে বলে
যাচ্ছি:
এবার আপনার ব্রাউজারের উপরের ডান কোণায় আপনি সদ্য ইন্সটল করা এক্সটেনশানটি দেখতে পাবেন। সেখান থেকে নিচের মত করে কনফিগার করে নিন
বাক্স-১ এ লিখুনhttps://0.facebook.com/আর বাক্স-২ এ https://www.facebook.com/ লিখুন। এবার Add বাটনে চাপ দিন। ব্যাস কেল্লাফতে। জিরো ফেসবুক বিভ্রাটের সমাপ্তি ঘটে যাবে। আরো বিনোদনের জন্য আবার বাক্স-১ এ লিখুন https://m.facebook.com/ আর বাক্স-২ এhttps://www.facebook.com/ লিখুন।
তারপর আবার Add বাটনে চাপ দিন। এবার ফেসবুকের মোবাইল ভার্সন বিভ্রাট থেকেও
মুক্তি মিলল। এভাবে আপনি অনেক সাইট থেকেই মুক্তি পেতে পারেন। তার মানে কি!
তার মানে হল পার্মানেন্ট সেটিংস!
কি
মুক্তি মিলল? কোন সমস্যা থাকলে কমেন্ট করুন বা আপনারা চাইলে আমার সাথে
ফেসবুকেও যোগাযোগ করতে পারেন। নিচে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে।