এই রকম পোষ্ট কোড দিয়ে করেছেন। কমেন্টে দেখলাম কোড কাজ করে না। তাই আমি একটা পদ্ধতি শেয়ার করছি।
তবে টিটি এ্যাডমিন বা মডারেটর যাদি মনে করেন তবে পোষ্টটা ড্রাফট করে দিয়েন।


বুঝতে সমস্যা হলে কমন্ট করবেন । হেল্প করার চেষ্টা করব।সবাইকে ধন্যবাদ।কষ্ট করে লেখা মন্তব্য করতে ভুলবেন না।
সৌজন্যঃ ব্লগার নিশাত
তবে টিটি এ্যাডমিন বা মডারেটর যাদি মনে করেন তবে পোষ্টটা ড্রাফট করে দিয়েন।
কেমন
আছেন সবাই? আশাকরি ভালো আছেন কথা বেশি না বলে সরাসরি টিউনে টলে যাচ্ছি।
যারা ফেসবুকে মার্কেটিং করেন অথ্যাত যারা অনেক আইডি নিয়ে কাজ বাজ করেন তার
অনেক সময় অতিরিক্ত ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট কনফর্ম করতে হিমশিম খেয়ে যান
এটি যথেষ্ট বিরকিত্কর ও বটে।আজ সেই সমস্যার সমাধানে
টিউনটি
করা। মানে আমি যে টিউটি দিচ্ছি তার মাধ্যমে একটি ক্লিকে সব রিকোয়েস্ট
করফার্ম বা রিজেক্ট যেটা ইচ্ছা সেইটা করতে পারবেন। এর জর্য আপনারে পিসি তে
গুগোল ক্রম ব্রাউজার থাকা লাগবে। এরপর নিচ থেকে একটি এ্যাডওয়ান নামায়
নিন।নিচে নামানোর লিংক দিলাম।
Click Here
নামনোর শেষ এমন অাইকন দেখা যাবে
এবার
একটু খেয়ার করেন।এইটুুকু মেইন।আপনি এবার আপনার আইডির ফ্রেন্ড রিকোয়েস্ট
অপশনে ক্লিক করবেন।সব ফ্রেন্ড রেকোয়েস্ট দেখা যাবে যে পেজে সেই পেজে যান।
বুঝতে সমস্য হলে এইখানে ক্লিক করে ও যেতে পারেন।
এবার
পেজ লোড হলে উপরের দেওয়া ছবিটার মত মার্ক করা অইকনে ক্লিক করুন দেখবেন
নতুন একটা উইন্ডো আসবে এবং আপনার সব রিকোষ্টে কনফার্ম বা রিচজক্সট যেটা
মার্ক করে দিবেন সেইটা হবে।
বুঝতে সমস্যা হলে কমন্ট করবেন । হেল্প করার চেষ্টা করব।সবাইকে ধন্যবাদ।কষ্ট করে লেখা মন্তব্য করতে ভুলবেন না।
সৌজন্যঃ ব্লগার নিশাত