আর মুসা আমান। জরিপে ৪৫০ জনের মধ্যে ৮১ জনই (১৮%) তিন গোয়েন্দার পক্ষে মত দিয়েছে।[২]
১৯৮৫ খ্রিস্টাব্দের আগস্ট মাস থেকে বিদেশী কাহিনী অবলম্বনে শুরু হয় এই সিরিজটি। প্রথম থেকই রকিব হাসানই এই বিখ্যাত সিরিজটি লেখার কাজ করেন। রকিব হাসান একটানা ১৬০টি কাহিনী লেখেন। পরবর্তিতে শামসুদ্দীন নওয়াব এটি লেখার কাজ চালিয়ে যাচ্ছেন।[৩]শামসুদ্দীন নওয়াব মূলত একজন ঘোস্ট রাইটার। 'তিন গোয়েন্দা' তিনজন কিশোর গোয়েন্দার গল্প।
এর আগে আপনাদের সাথে ভলিউম 1/1 এবং ভলিউম 6 শেয়ার করেছিলাম। তাই আপনাদের জন্য আজ আজ এই সিরিজের ভলিউম 127 নিয়ে এলাম [এক ভলিউমে ৩ টি গল্প]
বইটি ডাউনলোড করুন এখান থেকে