Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

আপনার ব্লগার ব্লগে ফেসবুক টিউমেন্ট বক্স যুক্ত করুন।

বন্ধুরা আমরা যারা প্রতিনিয়ত ফেসবুক ব্যবহার করে থাকি। কিন্তু আমরা যারা নতুন তারা কিভাবে আমাদের প্রিয় ব্লগ সাইটে ফেসবুক টিউমেন্ট বক্স ব্যবহার করা যায় সেটা সম্পর্কে তৎপর না। তাই ভাবনার কোন কারন নাই আপনারা খুবই সহলে আপনারা প্রিয় ব্লগ সাইটে ফেসবুক টিউমেন্ট বক্স যুক্ত করতে পারবেন। আজ আমি আপনাদের সেই বিষয়ে
বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা আর দেরি না করে এবার শুরু করা যাক। তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।


কিভাবে আপনার প্রিয় ব্লগে ফেসবুক টিউমেন্ট বক্স যুক্ত করবেন?

  • প্রথমে আপনার ব্লগ সাইটের এডমিন প্যানেলে প্রবেশ করুন।
  • তারপর ড্যাশবোর্ড হতে ড্রাপডাউন মেনু হতে টেমপ্লেট নির্বাচন করুন।
  • এবং টেমপ্লেট প্রবেশ করার পরে এডিট এইচটিএমএল বাটনে ক্লিক করুন।
  • নিচের কোডটুকু Ctrl + F  ব্যবহার করে খুজে বের করুন।
<data:post.body/>
উপরের কোডটুকু খুরে পেলে ঠিক তার নিচে নিচের কোডটুকু হুবাই কপি করে পেষ্ট করুন।
<h3>Post Comment</h3> <div id='fb-root'/><script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/><fb:comments expr:href='data:post.url' num_posts='5' width='500'/>

  • ব্যস আপনার কাজ এবার শেষ এবং নির্ধারিত স্থানে পেষ্ট করে সেভ করে বের হয়ে আসুন।
[বিঃদ্রঃ আপনারা আপনার প্রয়োজন মত সংখ্যা ব্যবহার করতে পারবেন।}
তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আগামী আরো নতুন কিছু নিয়ে আপনাদের সালে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।