Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

নিজে নিজে আপনি আপনার নিজের কম্পিউটার এর পার্টস সেটআপ করুন

আপনার পাশে সকল কম্পিউটার পার্টস থাকার পর আপনি কি ভাবছেন কিভাবে নিজে নিজে কম্পিউটার সেটআপ করবেন। আপনার কাছে অবশ্যই box cutter, scissors, zip ties, এবং screwdriver থাকতে হবে,তাহলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে।

ক্লিক করুন box cutter, scissors, zip ties, এবং screwdriver এর ছবি দেখার জন্য।
এখন,চলুন জানি,যার উপরে রেখে কাজ করবেন,তা কি রকমের হবে।আসলে surface হতে হবে তাপ অপরিবাহী যেমনঃ কাঠ এর টেবিল।
তাহলে শুরু করা যাক-

External Build :

মাদারবোর্ড :

আমরা প্রথমেই মাদারবোর্ড থেকে শুরু করবো।সতর্কতার মাধ্যমে মাদারবোর্ড ব্যাগ থেকে খুলবেন।মনে রাখবেন,মাদারবোর্ডই আপনার প্রধান পার্টস আপনার সিস্টমের।
সেটআপ CPU:
এখন আমরা প্রসেসর মাদারবোর্ড এ যোগ করবো। প্রসেসর এর সাথে ফ্যান দেয়া হয় যেটা কিনা প্রসেসর কে গরম হওয়া থেকে বাচায়।আপনাকে খুব সতর্কতার সাথে প্রসেসর কে মাদারবোর্ড এর সাথে যোগ করতে হবে। তা না হলে,পিন ভেঙ্গে যাবে। ভালোভাবে ম্যানুয়্যাল পরতে হবে।
external build
তারপর,আপনাকে ফ্যান প্রসেসর এর উপর যোগ করতে হবে।
সেটআপ র‍্যামঃ
র‍্যাম ইনস্টল অনেক সহজ একটা কাজ।মাদারবোর্ডে সাধারনত একের অধিক slots থাকে যাতে আপনি একের অধিক র‍্যাম যোগ করতে পারেন।প্রথমে আপনাকে র‍্যাম Slot এর প্লাগস Pull back কে করতে যাতে আপনি র‍্যাম যোগ করতে পারেন।র‍্যাম যোগ করার পর আপনাকে নিচের দিকে Push করতে হবে  যাতে প্লুগস গুলা র‍্যামকে আটকে ধরে রাখে।

Internal Build :

সেটআপ Power Supply :  
এখন মাদারবোর্ড এক পাশে রেখে,আপনি POwer Supply যোগ করবেন CPU Case এ।এটা সাধারণত,উপরে বা নিচে থাকে Case এর।
power supply
সেটআপ Motherboard:

এখন আমরা মাদারবোর্ড Case এর মধ্যে রাখবো।আপনি সতর্কতার সাহায্যে পিন দিয়ে আটকিয়ে রাখবেন যেভাবে মাদারবোর্ড case এ বসে।
motherboard set up
সেটআপ GPU

এখন আমরা গ্রাফিক্স কার্ড ইন্সটল করবো।GPU সাধারনত PCI Slot এ যোগ করতে হয়। PCI প্লাগস Pull back করে তারপর তাতে GPU যোগ করতে হবে।
GPU
সেটআপ Storage,Drives,fans :
হার্ডডিস্ক ইন্সটল করা আরো সহজ.শুধু মনে রাখতে হবে যাতে,আপনার hard drive কেইস এ ভালোভাবে আটকানো থাকে। তারপর,আপনাকে CD/DVD Drive যোগ করতে হবে। অনেক Computer case এ আগেই ইন্সটল থাকে ফ্যান। কিন্তু যদি না থাকে,তাহলে আপনাকে case এর উপরে,নিচে,সামনে রাখতে হবে।
Storage,fans

ক্যাবল যোগ

ATX Connector :
এখন সবকিছু ইন্সটল করার সাথে সাথে আপনাকে সকল জিনিসকে Power Supply এর সাথে যোগ করতে হবে। প্রথমে ATX Connector কে মাদারবোর্ডে কানেক্ট করতে হবে। এই Slot আসলে র‍্যাম এর পাশে থাকে।
ATX Connector
সাথে সাথে,এখন আপনাকে 4 pin কানেক্টরকে মাদারবোর্ডে যোগ করতে হবে যা কিনা CPU এর কাছে থাকে।
CD-DVD Drive এবং Hard Drive :
আপনাকে সকল পার্টস কে মাদারবোর্ডের সাথে কানেক্ট করাতে হবে। Hard Drive এবং DVD Drive  কে মাদারবোর্ডের Sata সকেট এর সাথে যোগ করতে হবে ।
HD-CD-DVD Connect
Power Switch,LED Connectors :
এখন আপনাকে Power switch,LED Connectors,Front Panel,Audio Panel,USB Ports যোগ করতে হবে মাদারবোর্ডের সাথে।
Power swicth
অবশ্যই ম্যানুয়াল পরে দেখবেন।

Boot


এখন আপনি আবার ভালোভাবে দেখে নিন সব পার্টস ঠিক ঠাক মত লাগানো হয়েছে কিনা।সব কিছু ঠিক হলে System এ পাওয়ার দিন (কারেন্ট এ কানেক্ট করান)।এখন,অপারেটিং সিস্টেমের এর CD/DVD সি -ডিভিডি Drive এ ঢূকান।
যদি,অপারেটিং সিস্টেম ইন্সটল হয় তাহলে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
আর যদি অটোমেটিকেলি ইন্সটল না হয় তাহলে,কম্পিউটার রান করার সাথে সাথে কী-বোর্ড থেকে Delete চাপুন। দেখবেন BIOS সেটিংস ওপেন হয়েছে। এখান থেকে Boot priority সি/ডিভিডি দিয়ে দিবেন। তাহলেই হলো।
তারপর কথা মত এগিয়ে যান।Operating System ইন্সটল হবে।

সফটওয়ার ইন্সটলঃ

সব কিছু ঠিক হলে এখন সফটওয়ার ইন্সটল করতে হবেকারণ, আপনাকে ভালোভাবে কম্পিউটার রান করাতে হলে অবশ্যই সফটওয়ার এর দরকার। Driver CD তে থাকা সফটওয়ার গুলাও ইন্সটল করতে।তা না হলে, অডিও,গ্রাফিক্স এবং অন্যান্য জিনিশ ভালো ভাবে আসবে না।