আগে হাতে কলমে শিখে নিন, এর পরের টিউন এ টিউটোরিয়াল সহ অটো ক্লিকের টিউন দিব ! (অটো ক্লিক বলতে বুঝাচ্ছি - অটোমেটিক ক্লিক হবে আর টাকা ইনকাম হবে, আপনি শুধু বসে বসে দেখবেন)
Ojooo একটি রাশিয়ান পিটিসি সাইট। এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এতে খুব সহজে একাউন্ট খোলা যায় ও খুব সহজে অ্যাড দেখে আয় করা যায়। এই সাইটে প্রতিদিন ৩০ থেকে ৬০ টির বেশি অ্যাড এবং প্রতিটি অ্যাড দেখলে ০.০০১ থেকে সবোচ্চ ০.০১ প্রদান করে। একটি অ্যাড দেখতে ৫ থেকে ৬০ সেকেন্ড সময় লাগে। সময় যত বেশি প্রেমেন্ট ও তত বেশি (যেমনঃ ৫ সেকেন্ডের অ্যাডে ০.০০১, ৩০ সেকেন্ডের অ্যাডে ০.০০৫ ও ৬০ সেকেন্ডের অ্যাডে ০.০১)। এটি paypal, payza ও okpay এর মাধ্যমে Payment দেয়। Ojooo মাত্র ২ ডলার হলেই Payment দেয়।Ojooo এর ৫০ কোটিও বেশি Member আছে। বিশ্বাস না হয়ারি কথা। একটি Ptc সাইট এর কি ভাবে এত Member থাকতে পারে। বিশ্বাস না হলে alexa Rank এ গিয়ে দেখতে পারেন। প্রতিদিন কোটি (বাংলাদেশি টাকা হিসাবে) টাকা Payment করে থাকে।
প্রতিদিন এই সাইটে ২৫-৩০ টি অ্যাড থাকে।
প্রতি অ্যাড ০.০০১ ও ০.০৫ cent. প্রতিদিন ২৫-৩০ টা অ্যাড দেখলে বাংলাদেশি
টাকায় ৩-৫ টাকার মত পাবেন। এখন ভাবছেন মাত্র ৫ টাকার জন্য কে ক্লিক করতে
যাবে। একটু ওয়েট করেন বুঝিয়ে দিচ্ছি।
আপনার
রেফারাল যদি প্রতিদিন ক্লিক করে তাহলে আপনি ২ সেন্ট করে কামাবেন।ধরেন
আপনার ৩০০ রেফারাল আছে।আর তারা প্রতিদিন ক্লিক করে। 300x2= 600 cent OR
6$. বা মাসে 180 ডলার। বা মাসে ১৫০০০ হাজার টাকা।শুধু মাত্র Ojooo থেকে
মাসে ১৫০০০ টাকা।
Ojooo এর Referral দুই ধরনেরঃ ১)
Direct Referral 2) Rented Referral. # Direct Referral : যে রেফারাল
আপনার লিঙ্কে ক্লিক করে SIGNUP করবে সেই আপনার Direct Referral. কিন্তু
প্রথম দিকে Direct Referral যোগার করা সহজ না।এর জন্যই বলেছি PTC সাইটে
সাফল্য পেতে হলে ধৈর্য থাকতে হবে। ৫-৬ মাস ব্যবহার করার পর এমনি বুঝে যাবেন
কি ভাবে Direct Referral যোগার করতে হয়।
Rented Referral :
Ojooo এ
আপনি আরেক ধরনের Referral পাবেন। তার নাম Rented Referral বা RR. মানে হল
যাদের কোন upline নাই তাদের বিক্রি করে দেয় Ojooo. আপনি এক মাস থেকে
শুরু করে ২৪০ দিনের জন্য RR কিনতে পারবেন।ইচ্ছা করলে মেয়াদ বাড়িয়ে নিতে
পারবেন।১ মাসের জন্য দিতে হবে ২০ সেন্ট প্রতি RR।বেশি দিনের জন্য কিনলে রেট
কম।যদি RR প্রতিদিন কাজ করে তবে 1.20 $ আয় করতে পারবেন ১মাসে Per RR। যদি
মনে করেন RR ক্লিক করছে না সেক্ষেত্রে ৭ সেন্ট দিয়ে Recycle করতে
পারবেন।মানে ৭ সেন্ট দিয়ে Recycle করলে ঐ Referral পালটিয়ে আরেকটি RR
দিয়ে দিবে।নিচের ছবি গুলো দেখেন।তাহলেই বুজতে পারবেন Ojooo থেকে কত টাকা আয়
করা যায় তা কোন ফোরাম থেকে যাচাই করুন।আমার কথা বিশ্বাস করার দরকার নাই।
শর্ত
১ : Ojooo এর RR System এত সল্প পরিসরে এখানেও সম্পূর্ণ আলোচনা করা সম্ভব
না। প্রথম দিকে আমিও RR পুরো বুজতাম না।আমি প্রতিদিন Forum ঘাটাঘাটি
করতাম। আপনিও তাই কারার চেষ্টা করবেন। দেখবেন আপনি ও এক্সপার্ট হয়ে
যাবেন।কিন্তু অনেকেই মনে করে ১ দিনেই সব বুঝে যাবে।কিন্তু না বুঝে লস খায়
আর দোষ হয় PTC সাইট ভাল না।
শর্ত ২ : ভুলেও ১ টাকাও ইনভেস্ট
করবেন না। সব কিছু বুঝতে ৩-৪ মাস সময় লাগতে পারে। কিন্তু এই ৩-৪ মাস
ধৈর্য অনেকেরি নাই। ১৫-২০ দিন পরে হয় ক্লিক করা বাদ দিয়া দেয়।
শর্ত ৩ : আপনাকে প্রতিদিন অবশ্যই ৪ টা অ্যাড ক্লিক করতে হবে। তা না হলে রেফেররাল ইনকাম পাবেন না
১ টাকা ইনভেস্ট না করে কিভাবে ইনকাম করবেন
# ১ম মাস বা ৪০ দিনে ক্লিক করার পর আপনি 2.0$আয় করতে পারবেন। এই ২$ না তুলে(Withdraw না করে) ২$ দিয়ে ১০ টি Rented Referral কিনেবন।
#
১০ টি RR এর কারনে ১৫ দিনেই আবার ২$ ইনকাম করবেন।কারন সব RR সব দিন কাজ
করে না তাই ইনকাম ভেরি করে। এখন ঐ ২$ দিয়ে আবার ১০টি RR কিনবেন।
# 10 টি RR এর কা্রনে ১০ দিনেই আবার ২$ ইনকাম করবেন। ঐ ২$ দিয়ে আবার ১০টি RR কিনবেন।
# এইভাবে ১মাস RR কিনতে থাকলে যখন ৫০ টি RR হয়ে যাবে হবে তখন RR কিনা স্টপ করবেন।
# এখন আপনার টাকা যখন ২০$ হবে ওই ২0$ দিয়ে 100 RR কিনুন। এখন ১0 দিন পর আবার ২0$ জমা হবে আপনার অ্যাকাউন্ট এ।
# ঐ ২0$ দিয়ে আবার ১০০ RR কিনুন। সুতরাং এখন আপনার টোটাল ৩০০ RR আছে।(এই কিনা কাটি করতে কিন্তু ৩-৪ মাস পার হয়ে গেছে।
###
এখন থেকে এই 300 RR Extend করতে মাসে 60$ লাগবে। যদি সব RR কাজ করে তবে
মাসে 180$ ইনকাম করতে পারবেন।কিন্তু আসলে সব RR সব দিন কাজ করে না। যাই
হোক ধরে নিলাম ২০০ RR প্রতিদিন কাজ করে তাহলেও আপনি মাস শেষে 120$ ইনকাম
করতে পারবেন। 60$ দিয়ে 300 RR এর ভাড়া বা Extend করার খরচ। বাকি 60$ বা
৪৮০০ বা প্রায় ৫০০০ টাকা মাসে ইনকাম।
একাউন্ট খোলার নিয়মঃ
আস্তে আস্তে আমার সাথে কাজ করা শুরু করুন১। একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন।
২। এরকম একটা পেজ আসবে !
Username: এ ইউজার নেম,
Password: একটি পাসওয়ার্ড (এমন পাসওয়ার্ড দিতে হবে যাতে একটি বড় হাতের অক্ষর ও একটি নম্বর সহ মোট ৮ টি অক্ষর থাকে
Confirm password: একই পাসওয়ার্ড,
Account e-mail: একটি ইমেল এড্রেস,
Payments: এ paypal, payza অথবা okpay খোলা থাকলে তার ইমেল দিন, না থাকলে উপরে যে ইমেল দিয়েছেন তা দিন (পরে ঠিক করে নেয়া যাবে),
Personal data এর First name: এ আপনার নামের প্রথম অংশ,
Last name: এ দ্বিতীয় অংশ,
Street Address/ House No: এ আপনার ঠিকানা,
Zip/Postal Code: এ টিউন কোড,
City: এ আপনার শহরের নাম,
Telephone: এ টেলিফোন/মোবাইল নম্বর,
Date of birth: এ আপনার জন্মতারিখ (অবশ্যই ১৮ বছর হতে হবে),
Gender: এ লিঙ্গ সিলেক্ট করুন,
Secret question: এ একটি প্রশ্ন লিখে দিতে হবে,
Secret answer: এ প্রশ্নের উত্তর দিন (যেমনঃ what is your favorite color? Answer: Red),
Enter the characters: এ পাশের অক্ষরগুলো লিখে দিন,
Terms of Service agreement: এর Yes এ ক্লিক করুন।
সবগুলো তথ্য ঠিক মতো দেওয়া হলে Register এ ক্লিক করুন। তাহলে আপনার ইমেলে Ojooo একটি ম্যাসেজ পাঠাবে।
৩। ই-মেলে প্রবেশ করে ইনবক্স থেকে একাউন্ট Confirm করুন।
অ্যাড দেখার নিয়মঃ
১। প্রথমে http://wad.ojooo.com/login.php ওপেন করেন !Access your account এর Username: আপনার ইউজার নেম,
Current password: আপনার পাসওয়ার্ড দিন।
আর Enter the characters এ পাশের অক্ষরগুলো লিখে দিন।
এরপর Login এ ক্লিক করুন।
একটু পর Logging on to server… লেখা দেখাবে আর আপনার একাউন্ট ওপেন হবে।
২। এবার Paid to click ads এ ক্লিক করুন।
অ্যাড পেজ ওপেন হবে। এখানে মূলত দুই ধরণের অ্যাড রয়েছে।
ক) Fixed ad
খ) Paid to click advertisement
৩। অ্যাড দেখতে যেকোন একটিতে ক্লিক করুন। নতুন ট্যাব ওপেন হবে এবং নিচের মত দেখাবে এবং টাইম কাউন্ট ডাউন হবে (৫ সেকেন্ডের অ্যাড হলে ৫ থেকে, ৩০ সেকেন্ডের অ্যাড হলে ৩০ থেকে, ৬০ সেকেন্ডের অ্যাড হলে ৬০ থেকে)।
এবার ক্লোজ উইন্ডো দেখালে তাতে ক্লিক করলে আগের পেজে ফিরে আসবে। এভাবেই প্রতিটি অ্যাড দেখতে পারবেন।
কিভাবে আয় বাড়াবেনঃ
অন্যান্য পিটিসি সাইটের মত Ojooo এ আয় বাড়ানোর উপায় হল রেফারেল এর মাধ্যমে। বাম পাশে Referral Tools এ ক্লিক করলে আপনে একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্ক টা দিয়ে কেউ জয়েন করলে সে যত টাকা আয় করবে তার একটা অংশ আপনি পাবেন। তার মানে যত রেফারেল তত আয়। আপনি ফেসবুক, ব্লগ, এমনকি সরাসরি আপনার বন্ধুদের কে Ojooo এর কথা বলতে পারেন। আপনি একাউন্ট খোলার পর থেকে রেফারেল করতে পারবেন। যদি রেফারেল না পান তাহলে কি করবেন?????
উপায় একটা আছে। আপনার যখন ০.২০ ডলার হবে তখন আপনি এই টাকার বিনিময়ে ১ জন রেফারেল ভাড়া নিতে পারবেন। যারা ১ মাস আপনার জন্য কাজ করবে। তাহলে শুরুতে আপনাকে ০,২০ ডলার হওয়া পযন্ত একা একা কাজ করতে হবে।
ফরমুলা- ১ টাকা ইনভেস্ট না করে কিভাবে ইনকাম করবেন
# 1 মাস ক্লিক করার পর আপনি 1$আয় করতে পারবেন।এই 1$ না তুলে(Withdraw না করে) 1$ দিয়ে ৫ টি Rented Referral কিনেবন।
# 5 টি RR এর কারনে 10 দিনেই আবার 1$ ইনকাম করবেন। ঐ 1$ দিয়ে আবার ৫টি RR কিনবেন।
# 10 টি RR এর কা্রনে 5 দিনেই আবার 1$ ইনকাম করবেন। ঐ 1$ দিয়ে আবার ৫টি RR কিনবেন।
# এইভাবে ১মাস RR কিনতে থাকলে যখন 50 টি RR হয়ে যাবে হবে তখন RR কিনা স্টপ করবেন। ২০ দিনে 20$ হয়ে যাবে।
# এখন 20$ দিয়ে 100 RR কিনুন। এখন 20 দিন পর আবার 30$ জমা হবে আপনার অ্যাকাউন্ট এ।
# ঐ 30$ দিয়ে আবার 150 RR কিনুন। সুতরাং এখন আপনার টোটাল 300 RR আছে।(এই কিনা কাটি করতে কিন্তু ৩-৪ মাস পার হয়ে গেছে।
### এখন থেকে এই 300 RR Extend করতে মাসে 60$ লাগবে। যদি সব RR কাজ করে তবে মাসে 180$ ইনকাম করতে পারবেন।কিন্তু আসলে সব RR সব দিন কাজ করে না। যাই হোক ধরে নিলাম 200 RR প্রতিদিন কাজ করে তাহলেও আপনি মাস শেষে 120$ ইনকাম করতে পারবেন। 60$ দিয়ে 300 RR এর ভাড়া বা
বিঃ দ্রঃ দেখুন অনলাইনে অনেক টাকা উড়ে কিন্তু তা ধরা কঠিন। বাস্তব জীবনের মতই অনলাইনে কষ্ট করে আয় করতে হয়। রাতারাতি বড়লোক হওয়ার কোন উপায় নেই। PTC সাইট এ সফল হতে হলে লেগে থাকার মনোভাব থাকতে হবে। ১ মাস থেকে ২ মাস কাজ করে বন্ধ করে দেয়ার চিন্তা থাকলে আপনাকে বলবো আপনি এখানে কাজ করার দরকার নাই শুধু সময় নষ্ট হবে। কাজ করলে ৬ মাস থেকে ১ বছর ধারাবাহিক ভাবে কাজ করতে হবে। তবেই সফল হবেন।
কিভাবে টাকা তুলবেনঃ
মাত্র ২ ডলার হলে Ojooo থেকে payza ও paypal অথবা, okpay এর মাধ্যমে আপনি আপনার আয় তুলতে পারবেন। paypal বাংলাদেশে সাপোর্ট করে না। তাই payza এর মাধ্যমে আয় তুলুন।