Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

আসুন অতি সহজে এবং অল্প সময়ের মধ্যে বাড়িয়ে নিই কম্পিউটারের প্রসেসর এর গতি

হাই বন্ধুরা, কেমন আছেন সবাই ?
সবাই মনে হয় ভালোই আছে। ভালো না থাকলেও ভালো থাকার চেস্টা করবেন।
ইতিমধ্যে শিরোনাম দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আজ আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। কম্পিউটার এখন আমাদের প্রতিদিনের নিত্য দিনের সাথী। আর যদি এই কম্পিউটার ব্যবহার করার সময় যখন এর গতি কমে যায় তখন যে কি অবস্থা হয় সেটা আর না হয় নাই বললাম।
যাই হোক কথা বেশি না বলে কাজের কথায় আসা যাক। আজ আমি আপনাদের যে পদ্ধতি দেখাবো এর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটার এর গতি অর্থাৎ প্রসেসর এর গতি কিছুটা হলেও বৃদ্ধি করতে সক্ষম হব।
বিষয় টা আমি কয়েকটা ধাপে ক্লিয়ার করছি আর বুঝতে না পারলে ভিডিও টিউটোরিয়াল তো আছেই।
ধাপ ঃঃঃঃঃ
১-স্টার্ট মেনু থেকে রান সিলেক্ট করুন
২- msconfig লিখে এন্টার বাটুন চাপুন
৩-এইবার যে পেজ আসবে সেখান থেকে boot  সিলেক্ট করুন।
৪- advance option এ ক্লিক করে number of processor এ টিক চিহ্ন দিন।।
৫-আপ্নার প্রসেসর অনুযায়ি প্রসেসর সিলেক্ট করুন।
৬- ok দিয়ে বের হয়ে আসুন।
৭- কম্পিউটার টি রিস্টার্ট দিন।
ব্যাস কাজ শেষ।