আমিও আলআহামদুলিল্লাহ ভাল।
সব সময় চেষ্টা করি ভাল কিছু নিয়ে টিউন করার জন্য। কিন্তু আপনারাই বলুন সবসময় কি আর ভাল টিউন করা যায়?
অনেকেই ইসেট এন্টিভাইরাস এর জন্য একটি সমস্যার কথা বলেছে। তাই আজ এই টিউন টি।
আসলে প্রায় সব এন্টিভাইরাস এর মত এটিও এমনভাবে সেটিং করা থাকে যে বার বার, পিসি অন করার পর, ১ ঘন্টা ২ ঘন্টা পর পর আপডেট চায়। কিন্তু সেটিং অপ্সহনে গিয়ে সেটা অফ করা যায়। মানে অটোমেটিক আপডেট না নিয়ে তখন সেটা মেনুয়ালী আপনার পছন্ডমত সময়ে আপনি করা নিলেন আর কি। তাই সেটা টিউনে শেষে এড করা হল।
আগে ইসেট এর সম্পর্কে কিছু যেনে নিন
যায় না তাই তো।যাই হোক আজ আপনাদের জন্য নিয়ে এলাম ESET nod32 এবং eset smart security এবং এদের ২০১৭ সাল পর্যন্ত ইউসারনেম এবং পাসওয়ার্ড। প্রথমে নিচের ডাউনলোড লিঙ্ক থেকে রার ফাইলটি ডাউনলোড করুন যেখানে ESET nod32 এবং eset smart security ইনস্টলার এবং সাথে ইউসারনেম এবং পাসওয়ার্ড দেয়া আছে। যার যেটি দরকার ডাউনলোড করে ইনস্টল করুন। আর যাদের আগে থেকেই ইনস্টল করা আছে তারা এখানে দেয়া ইউসারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন।ডাউনলোড লিঙ্ক
ESET nod32 এবং eset smart security এর কিছু কথা
- এটি খুবই ফাস্ট এবং স্মুথ।
- eset nod32 টা যাদের anti-thief and firewall দরকার নাই তাদের জন্য
- eset smart security যাদের সব কিছু দরকার তাদের জন্য
এখন দেখে নিন কিভাবে অটো আপডেট অফ করবেন
প্রথমে ইসেট এন্টিভাইরাস অন করে নিচের ছবির মত অপষনে আনুন এবং tools অপশন চাপুন।এরপর নিচের ছবির মত ঘরগুলোতে টিক দন বা টিক উঠায় দিন। এবার ২ নম্বর অপশন regular autometic update এ রাইট বাটন ক্লিক করুন।
এবারে নিচের মত আসবে এবং সব কিছু নিচের মত করে নেক্সট চাপুন
তারপর নিচের ধর আসলে এখানে একটি তারিখ ও দিন দিন আপনি যখন পিসি অফ রাখবেন তারপর নেক্সট চাপুন। কাজ শেষ
আপনাকে আর কিছু করতে হবে না
ভাল থাকবেন সবাই।