Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

Walton Primo EF3 Hands On Review

নিত্য নতুন প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের চাহিদা। মোবাইল ফোন যেমন আধুনিক হচ্ছে, সেই সাথে বাড়ছে মোবাইলের দাম। তবে আশার কথা এই যে আমাদের মত স্বল্পোন্নত দেশে এখনো মানুষ কম দামে ভালো মানের স্মার্টফোন কিনতে পারছে। বিশেষ করে Walton-কে ধন্যবাদ দিতে হয়, কেননা তারা সকল শ্রেনীর ইউজারদের কথা মাথায় রেখেই তৈরী করছে কম দামে মান সম্মত মোবাইল সেই ধারাবাহিকতায় মাত্র ৬,৩৯০ টাকায় Walton নিয়ে এলো 1 GB সমৃদ্ধ মোবাইল Walton Primo Ef3. চলুন, তাহলে দেরী না করে এই মোবাইলের খুটিনাটি জানা যাক।

Display5″ WVGA
SimDual Sim, Dual Standby
Pixel Density196
Dimension142 x 72.7 x 9.4 mm
Weight165 G
Primary camera5 MP
Secondary CameraVGA
OS4.4.2
CPU1.2 GHz Quad Core
GPUMali 400
Ram1 GB
ROM8 GB (32 Gb Expandable)
Battery2000 mAh
Price6,390 BDT

ফোনের সাথে আপনারা যা যা পাবেন তা হলো:

* ব্যাটারি
* চার্জার এডাপ্টার
* ইউ এস বি ক্যাবল
* ইয়ার ফোন
* এক্সট্রা স্ক্রিন প্রটেকটর
* ওয়ারেন্টি কার্ড
* ইউজার ম্যানুয়াল

OS:

Walton Primo Ef3 তে আপনারা OS হিসেবে পাচ্ছেন Android Kitkat, 4.4.2
তবে আমরা আশা করতেই পারি আগামী কিছুদিনের মধ্যে এই মোবাইল ফোনটি ললিপপ আপডেট পাবে।

Built Quality and Design

Walton Primo Ef3 ফোনটি যথেষ্ট ষ্টাইলিশ। এই মোবাইলের পুরো বডি কালো রঙের প্লাষ্টিকের মোড়ক দেয়া আছে। আর তাছাড়া ফোনটির ব্যক কভার অনেকটা লেদার কোটেড, আপনার কাছে অনেকেটা galaxy Note 3, আবার মনে ভুলে এটাকে লেদার বলবেন না। আসলে ব্যক কভারের কারণেই এই ফোনটার লুক আরো ষ্টাইলিশ লেগেছে আমার কাছে। ফোনটির উপরের দিকে রয়েছে USB Charger এবং 3.5mm Audio Port. ফোনটির ডানপাশে রয়েছে পাওয়ার বাটন ও ভলিউম রকারস। পিছনের দিকে ক্যামেরা ও লাউডস্পিকার, এবং সামনের দিকে ফ্রন্ট ক্যামেরা আর হেডপিস ছাড়াও লাইট ও প্রক্সিমিটি সেন্সর দেয়া হয়েছে।ফোনটির দৈর্ঘ্য ১৪২ মি. মি.,  প্রস্থ ৭২.৭ মি. মি. ও পুরুত্ব মাত্র ৯.৪ মি. মি.।  ফোনটির ওজন ১৬৫ গ্রাম মাত্র (ব্যাটারি সহ)।

ইউজার ইন্টারফেস:

এই ফোনটির ইউজার ইন্টারফেস Walton এর প্রচলিত কিটক্যাটের মতই। তবে বিশেষ সুবিধা এটাই যে এই ফোনে AOSP বেজড রম ইউজ করায় ইউজার ইন্টারফেস অনেক কাস্টোমাইজেবল। বিশেষ করে রুট করে যেসব এক্সপোজড মডিউল ইউজ করতে হয় তার সব গুলোই কাজ করবে। এছাড়া আপনি বিভিন্ন রকম থিম ইউজ করে আপনার মোবাইলের ষ্টক লুক-কে করতে পারবেন নিজের মত।

করতে পারবেন নিজের মত।

ডিসপ্লে & Touch:

এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫ ইঞ্চি  WVGA ডিসপ্লে, যার রেজুলেশন ৪৮০*৮৫৪। ডিসপ্লেতে ১৬.৭ মিলিয়ন রঙ সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে ২ আংগুল পর্যন্ত মাল্টিটাচ সাপোর্ট করে। Display-তে কোন প্রকার প্রোটেকশন ব্যবহার করা হয়নি। তাই আপনাকে মোবাইলের সাথে সতর্কতা স্বরুপ Scratch resistant paper ব্যবহার করতে হবে। আর মোবাইলে কেনার সময় মোবাইলের সাথেই আপনি পাচ্ছেন একটি Screen Protector, যা একদম ফ্রি।
Capacitive Touch Screen বলে এই ফোনের টাচ রেসপঞ্ছ যথেষ্ট ভালো। আমি এই ফোন প্রায় এক টানা ৩০ মিনিট ব্যবহার করেছি, কোন প্রকার ল্যাগিং আমার চোখে পরেনি।

প্রসেসর, জিপিইউ:

এই ফোনে ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। কাজেই আপনার মাল্টি টাস্কিং এবং গেমিং experience  হবে যথেস্ট স্মুদ।
Walton Primo Ef3 ফোনটিতে ব্যবহার করা হয়েছে মালি ৪০০ জিপিইউ ইউজ করা হয়েছে। এই জিপিইউ এর পার্ফরমেন্স ও বাজেট অনুযায়ী পারফেক্ট।

র‍্যাম:

এই ফোনে এক জিবি র‍্যাম ইউজ করা হয়েছে,  যা খুবই ওয়েল অপটিমাইজড রম হওয়ায় ভাল পার্ফরমেন্স দেয়।

রম ও স্টোরেজ:

Walton Primo Ef3 ফোনটিতে ৮ জিবি রম দেওয়া হয়েছে। যার মধ্যে 5.85 GB আপনি Unified  স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়া বাকি যায়গা টুকু OS এবং built in apps ইনষ্টলের জন্য ব্যবহৃত হয়েছে। এছাড়াও আপনি এই ফোনে ৩২ GB SD Card ব্যবহার করতে পারবেন।  ফলে ফোনের স্টোরেজ নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ ই নেই।

Unified Storage আসলে কি?

এই সুবিধা অনেক ব্র্যান্ড মোবাইলেও আপনারা পাবেন না। তার আগে এই ফিচারটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই সুবিধার ফলো আপনার মোবাইলে যে বিল্ট-ই মেমোরী দেয়া থাকে, আপনি চাইলে সেই যায়গার পুরোটাই এপস ইনষ্টলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন অথবা পুরো যায়গাটাই Physical Data (Song, Picture ETC) রাখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হলো আপনারা যে কোন ধরনের (1 GB, 2 GB ETC) apps ইচ্ছে মত ব্যবহার করতে পারবেন।

ক্যামেরা:

Walton Primo Ef3 তে আপনি পাবেন 5 মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা। মাত্র ৬,৩৯০ টাকার মোবাইলে এর চেয়ে বেশি আশা করা কিন্তু মোটেই ঠিখ হবে না। এই ক্যামেরা দিয়ে দিয়ে আপনারা স্বল্প আলোতেও খুব ক্লিয়ার ছবি তুলতে পারবেন। তাছাড়া উজ্জ্বল ফ্ল্যাশ এর সাহায্যে অন্ধকারেও ভাল ছবি তুলতে পারবেন।
এছাড়া Video Calling এর ক্ষেত্রে আপনি VGA Camera পাবেন, যা মোবাইলের দাম অনুযায়ী একেবারে থারাপ না।  ফোনটির স্টক ক্যামেরা এপ্লিকেশন এ অনেক ফিচার এড করা হয়েছে।
আর এই ক্যামেরা দিয়ে আপনি Full HD Video recording (1080 x 1920) করতে পারবেন।
চলনু, কিছু ক্যামেরা স্যাম্পল দেখে নেই।

মাল্টিমিডিয়া :

ফোনটির সাউন্ড কোয়ালিটি খুব ভাল। আর তাছাড়া ফুল এইচ ডি ভিডিও (1080 x 1920) ও কোন প্রকার ল্যাগিং নেই।আপনার কাছে এই ফোনেরমাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স হবে চমৎকার!!

বেঞ্চমার্ক টেস্টস:

Walton Primo EF3 ফোনটির পারফরমেন্স সম্পর্কে জানতে আমরা ফোনে Antutu ও নেনামার্ক টেস্ট রান করেছি। আন্টুটু বেঞ্চমার্ক টেস্ট এ ফোনটির স্কোর এসেছে 17,575, যা ফোনটির দামে এবং কনফিগারেশন এর  সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ। এতেই বোঝা যায় ফোনটির পারফরমেন্স খুবই ভাল হবে।
ফোনটির নেনামার্ক টেস্টে স্কোর এসেছে 59.6 যা অনেক Branded Mobile Phone এর চেয়ে অনেক বেশি। কাজেই যে কোন এইচ ডি গেম বা ভিডিও প্লে করার জন্য এই ফোনটি একটি আদর্শ ফোন।

Gaming

ফোনটিতে আমরা মডার্ন কম্ব্যাট ৫, নোভা ৩, Asphalt 8, Fifa 14, 15 প্রভৃতি এইচ ডি গেম স্মুথলি খেলতে পেরেছি।

স্পেশাল ফিচারস:
OTA:

OTA বা Over The Air সুবিধা সম্পর্কে জানতে আর কারো বোধহয় জানা বাকি নেই। তবুও বলি। এই সুবিধার সাহায্যে আপনি পিসি ছাড়াই যেকোন প্রকার অফিসিয়াল আপডেট, বাগ ফিক্স প্রভৃতি পেতে পারেন।

সিম:

ফোনটিতে ডুয়াল সিম সাপোর্টেড এবং ফোনের দুটো সিম ই ৩জি সাপোর্টেড।

ব্যাটারি:

ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2000 এম এ এইচ এর লিথিয়াম আইন ব্যাটারি!!!  WVGA Screen এর জন্য এই মোবাইলের ব্যাটারি একেবারে সুপার্ব।আর যারা একদম রাফ ইউজ করেন, তাদের কাছে এই ব্যাটারি অনেক কম মনে হবে।তবে এ টা বলতে পারি এই ব্যাটারি দিয়ে নরমাল ইউজ এ ইজিলি ১ দিন চলে যাবে। আর হেভি ইউজার র’ নিশ্চিন্তে ৮-১০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। সবসময় ব্যাটারি ব্যাক আপ নিয়ে যারা চিন্তিত থাকেন তাদের জন্য কম বাজেটে এর চেয়ে ভাল সলিউশন খুজে পাবেন বলে মনে হয় না।

সেন্সর:

ফোনটিতে Motion, Accelerometer, proximity সেন্সর দেওয়া হয়েছে।

Walton Primo Ef2 V/S Walton Primo Ef3

আজকে আমরা দেখাবো কেন, Walton Primo Ef3, Walton Primo Ef2 থেকে সেরা ফোন। চলুন, এক নজরে নিচের ছবিটা দেখে নেই। তাহলে আপনারা পরিস্কার বুঝতে পারবেন আসল পার্থক্য টা কোথায়।

মূল্য:

Walton Primo EF3 ফোনটির দাম মাত্র 6,390 টাকা নির্ধারণ করা হয়েছে!! সত্যিই, কম বাজেটে এমন ফোন বের করে ওয়াল্টন আবারো ক্রেতা চাহিদা বজায় রাখতে সক্ষম হয়েছে।

ফোনটির ভাল লাগা দিক:

** সরাসরি 3G Video Calling
** সুন্দর ডিজাইন
** দামে কম আর 1 GB Ram.

মাত্র ৬,৩৯০ টাকায় এমন একটি ফোন এনে ওয়াল্টন প্রমাণ করে দিল তারা চায় বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ুক। আশা করি তাদের এই চেষ্টা সবসময় বজায় থাকবে।